রেড সিলেট ডেস্ক ::
গোলাপগঞ্জ সিলেট তথা দেশ বিদেশে অবস্থানরত সবাইকে ইংরেজি নববর্ষ ২০২৩ এর শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, সময় পরিক্রমার চিরায়িত নিয়মে পাল্টে যায় ক্যালেন্ডারের পাতা। শেষ হয় একটি বছর, উদিত হয় নতুন সূর্য। আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের, নতুন দিনের। নতুন কিছু পাবার আশায় শুরু হয় আবার আমাদের জীবন যাত্রা।
তিনি বলেন, লাখো প্রত্যাশার ঝাঁপি খুলে মানুষের অনেক প্রত্যাশায় উদিত হবে নতুন বছরের রক্তিম সূর্য।নতুন বছরে সবার সুখ-সমৃদ্ধির প্রত্যাশা করেন তিনি।