গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে পরিবার কল্যাণ ও সেবা সপ্তাহ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে এ কার্যক্রম সমাপ্ত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আবুল হানিফ খান। ফুলবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রুবেল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলিম।
বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উচিত কুমার (ইউকে) সিনহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার ডাঃ ফাহিমা আক্তার, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান।
সভায় পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরী প্রসব, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবর্তী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা ও কিশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিয়ে আলোচনা করা হয়।