1. komolkantisharma21@gmail.com : Komol : রেড সিলেট
  2. sakibal.mamun.108@gmail.com : mamun : রেড সিলেট
  3. MansurAhmadbDsyl@gmail.com : রেড সিলেট : রেড সিলেট
  4. admin@redsylhet.com : Rumel : রেড সিলেট
  5. SultanAbunaser95@gmail.com : রেড সিলেট : রেড সিলেট
গোলাপগঞ্জে ৫৫ বস্তা চিনি জব্দ, গ্রেপ্তার ২

গোলাপগঞ্জে ৫৫ বস্তা চিনি জব্দ, গ্রেপ্তার ২

  • সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৮৩

গোলাপগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ৫৫ বস্তা চিনি ও চিনি বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এ সময় একজন পালিয়ে যায়।

গত ১৪ ডিসেম্বর রাত ৮টার দিকে গোলাপগঞ্জ উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের এএসবিএস ডেভেলপমেন্ট গ্রুপ স্টাক ইয়ার্ড এর গেটের সামনে থেকে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার ও চিনির বস্তা জব্দ করা হলেও এ ঘটনা জানা গেল ৪ দিন পর।

এ ঘটনায় র‌্যাব-৯ এর এসআই মো. ওমর ফারুক বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নম্বর ১১, তারিখ ১৫/১২/২২) দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার মদন থানার নায়েকপুর ইউনিয়নের মো. জল কদরের ছেলে মো. আসাদুল হক (৩২) ও সিলেটের ওসমানীনগর থানার শশারকান্দি গ্রামের মো. চুনু মিয়ার ছেলে জাবেদ মিয়া (২৩)। পালিয়ে যাওয়া আরেকজন জকিগঞ্জ থানার নিদনপুর গ্রামের কটাই মিয়ার ছেলে মইন উদ্দিন (৫৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে ভারতীয় চিনি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ ডিসেম্বর র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৫৫ বস্তা চিনি (যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা) ও চিনি বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ (যার আনুমানিক বাজারমূল্য ১৫ লক্ষ টাকা) আটক করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
© All rights reserved © 2020 RedSylhet.Com |  About Us | Contact Us | Privacy & Policy | Terms & Conditions | Disclaimer |
Site Customized By NewsTech.Com
bn_BDBengali