মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল-নালাপুঞ্জি সীমান্ত দিয়ে এক রোহিঙ্গা তরুণকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
জুড়ী থানার পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে কচুরগুল-নালাপুঞ্জি সীমান্ত দিয়ে শরীফ হোসেন (২২) নামের এক রোহিঙ্গা তরুণকে বিএসএফ ফেরত পাঠায়। ওই তরুণ উখিয়ায় আশ্রয়শিবিরে থাকেন। তিনি কাজের সন্ধানে সম্প্রতি চোরাইপথে ভারতে ঢুকে পড়েন। ফেরত পাঠানোর পর স্থানীয় লোকজন সন্দেহজনক অবস্থায় চলাফেরা করতে দেখে তাঁকে ধরে পুলিশে দেন।
এর আগে ১৪ ডিসেম্বর সকালে একই সীমান্ত দিয়ে এক বাংলাদেশি তরুণসহ আটজন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে বিএসএফ ফেরত পাঠায়। তাঁরা হলেন সিনুয়ারা (৩০), মো. সায়েদ (১৮), নূর কামাল (১৮), তহসিন (১৩), মো. ইসমাঈল (১৬), আমিরা (৪), তাহেরা বিবি (২০), শহিদা বিবি (১৯) ও রায়হান (৪২)।
এর মধ্যে রায়হানের বাড়ি নোয়াখালী জেলায়। আর বাকিরা রোহিঙ্গা নাগরিক। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে থাকেন তাঁরা। বিএসএফ ফেরত পাঠানোর পর এলাকাবাসী তাঁদের আটকে পুলিশে দেন।
ওই ১০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫২ ব্যাটালিয়নের লাঠিটিলা ক্যাম্পের দায়িত্বে থাকা টহল কমান্ডার সুবেদার বাবুল খান।
তবে জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা ও বাংলাদেশি তরুণ জানিয়েছেন, তাঁরা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। বিএসএফ মারধর করে তাঁদের ফেরত পাঠিয়ে দেয়। এ ঘটনায় থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে আবদুল মান্নান বলেন, আদালতের মাধ্যমে তাঁকে মৌলভীবাজারের কারাগারে পাঠানো হয়। এ ছাড়া আটক রোহিঙ্গাদের মৌলভীবাজার জেলা পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার আশ্রয়শিবিরে পাঠানো হয়েছে।