শাবিপ্রবি প্রতিনিধি ::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ইংরেজি ভাষা বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের ১৭তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সংগঠনটি তাদের এ বর্ষপূর্তি উদযাপন করে বলে শনিবার (৩ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে সংগঠনটির সভাপতি আমানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওমর মেহেরাবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর তৈমুর।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আলমগীর তৈমুর বলেন, বিগত ১৭ বছর ধরে ক্লাবটি তাদের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করে আসছে সেজন্য তাদের অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে তারা আরো সুন্দরভাবে তাদের প্রোগ্রাম পরিচালনা করে ক্যাম্পাসে সুনাম বজায় রাখবে সে প্রত্যাশা ব্যক্ত করছি।
সভাপতি আমানুর রহমান বলেন, একজন শিক্ষার্থীর মানসিক উন্নতি, দক্ষতা বৃদ্ধি এবং বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখার জন্য একটি সংগঠনের সাথে যুক্ত হওয়া আবশ্যক বলে মনে করি। এ লক্ষ্যে পুরো বছরব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব। সামনে সংগঠনটির পক্ষ থেকে জাতীয় প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে এ ধারাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি প্রবাল রয়, সাবেক সহ সভাপতি মানসুরা আক্তার, সাবেক সাধারণ সম্পাদক যারিন তাসনিম, কামরান হোসাইন, আশরাফুল ইসলাম হিমেল, সাবেক সহ সাধারণ সম্পাদক ওমর হাসান রুবেল, সাবেক কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান আশিকসহ সংগঠনটির বর্তমান সদস্যবৃন্দ।