1. komolkantisharma21@gmail.com : Komol : রেড সিলেট
  2. sakibal.mamun.108@gmail.com : mamun : রেড সিলেট
  3. MansurAhmadbDsyl@gmail.com : রেড সিলেট : রেড সিলেট
  4. admin@redsylhet.com : Rumel : রেড সিলেট
  5. SultanAbunaser95@gmail.com : রেড সিলেট : রেড সিলেট
স্পেনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজয় পালন

স্পেনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজয় পালন

  • সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৯৯

সিদ্দিকুর রাহমান, স্পেন(মাদ্রিদ) থেকেঃ
জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজয় দিবস পালন।

শনিবার(২৪ ডিসেম্বর) মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে আব্দুল কাইয়ুম সেলিমের সভাপতিত্বে ও ইফতেখার আলমের সঞ্চালনায় অনুস্টানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, বক্তব্য রাখেন সিলেট জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি তামিন চৌধুরী,মৌলভীবাজার জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, এমদাদুল হক, আব্দুল আজিজ (মবু),হুমায়ুন কবির রিগ্যান, মঈন উদ্দিন,শুক্কুর আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখরুল ইসলাম,মাসুদ উল্লাহ খোকন,সমছ উদ্দিন, শায়েক আহমদ, ইঞ্জিনিয়ার আসাদ উদ্দিন, দুলাল আহমদ,ছালেখ আহমদ প্রমুখ।

নেতৃবৃন্দরা জানান, দেশের যেকোনো দুর্যোগপূর্ণ সময়ে দেশ,জাতি ও সমাজ কল্যাণে এ সংগঠনটি কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

তারা বলেন, সিলেটের চার জেলা যথাক্রমে, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট নিয়েই আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন এর কার্যক্রম চলবে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 RedSylhet.Com |  About Us | Contact Us | Privacy & Policy | Terms & Conditions | Disclaimer |
Site Customized By NewsTech.Com
bn_BDBengali